উৎকোচ দিতে এসে বিএনপির এজেন্ট গ্রেপ্তার : পুলিশ

পঞ্চাশ হাজার টাকা উৎকোচ দিতে এলে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে নড়াইল পুলিশ। পুলিশের আরো দাবি, ওই ব্যক্তি নড়াইল-১ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী এজেন্ট। তাঁর নাম মো. রিয়াজুল ইসলাম।
তবে রিয়াজুল নামের কোনো ব্যক্তি বিএনপি ও সহযোগী সংগঠনের সঙ্গে জড়িত নয় বলে দাবি করেন বিএনপির প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম। নির্বাচনে দলকে বিতর্কিত করার জন্যই তাঁর নাম ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করেন ধানের শীষের এই প্রার্থী।
গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে গ্রেপ্তার হওয়া রিয়াজুল নড়াইল পৌরসভার মহিষখোলা গ্রামের বাসিন্দা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ হোসেন দাবি করেন, গতকাল রাতে থানায় এসে নড়াইল-১ আসনের বিএনপির প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমের নির্বাচনী এজেন্ট বলে পরিচয় দেন রিয়াজুল ইসলাম। এ সময় পকেট থেকে ৫০ হাজার টাকা বের করে রিয়াজুল বলেন, বিএনপির প্রার্থী জাহাঙ্গীর আলমের পক্ষ থেকে সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুব মোর্শেদ জাপল ভাই এই টাকা পাঠিয়েছেন।
নির্বাচনকে জাহাঙ্গীর আলমের পক্ষে প্রভাবিত করতে এই উৎকোচ দেওয়ার চেষ্টা করা হয় বলে দাবি করেন ওসি ইলিয়াছ হোসেন।
এ ব্যাপারে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুব মোর্শেদের ফোন বন্ধ পাওয়া যায়।
এদিকে রিয়াজুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন।