টঙ্গীতে অস্ত্র-মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া এলাকা থেকে শনিবার দিবাগত রাতে অস্ত্র ও মাদকসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আল আমিন ও তাঁর স্ত্রী সালমা আক্তার।
টঙ্গী থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে দত্তপাড়া মোল্লাবাড়িতে অভিযান চালিয়ে আল আমিন ও তাঁর স্ত্রীকে আটক করা হয়। এ সময় তাঁদের ঘর থেকে ৪০০টি ইয়াবা বড়ি, বেলজিয়ামের তৈরি ৬০০ ক্যান বিয়ার, পাঁচটি কিরিচ, মাদক সেবনের সামগ্রী ও একটি তাজা ককটেল উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে টঙ্গী থানায় মামলা হয়েছে।