চাঁপাইনবাবগঞ্জের দুটিতে বিএনপি, একটিতে নৌকার জয়

চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনের মধ্যে দুটিতে ধানের শীষ প্রতীকের প্রার্থী জয়ী হয়েছেন। একটি আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী।
গতকাল রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন বিভিন্ন দলের ১৩ প্রার্থী।
আজ সোমবার নির্বাচনের ফলে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ডা. সামিল উদ্দীন আহমেদ শিমুল। এ আসনের ১৫৮ কেন্দ্রের মধ্যে চারটির নির্বাচন স্থগিত করা হয়। এর মধ্যে ১৫৪ কেন্দ্রে ডা. শিমুল পেয়েছেন এক লাখ ৮০ হাজার ৭৮ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির অধ্যাপক শাহজাহান মিঞা পেয়েছেন এক লাখ ৬৩ হাজার ৬৫০ ভোট।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী আমিনুল ইসলাম। মোট ১৫৯ কেন্দ্রে তিনি পেয়েছেন এক লাখ ৭৫ হাজার ৪৬৬ ভোট। এ আসনে আওয়ামী লীগের জিয়াউর রহমান পেয়েছেন এক লাখ ৩৯ হাজার ৯৫২ ভোট।
এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী হারুনুর রশিদ। মোট ১৫০টি কেন্দ্রে তিনি পেয়েছেন এক লাখ ৩৩ হাজার ৬৬১ ভোট। তাঁর কাছের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের আবদুল ওদুদ পেয়েছেন ৮৫ হাজার ৯৩৮ ভোট।