সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের আন্তজেলা বাস ধর্মঘটের ডাক

সিলেটে আগামীকাল মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য আন্তজেলা বাস ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। কদমতলীতে হানিফ পরিবহনের কাউন্টারে অগ্নিসংযোগের প্রতিবাদে এ ধর্মঘট আহ্বান করেছে তারা।
২ অক্টোবর শুক্রবার রাতে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহতের প্রতিক্রিয়ায় বিক্ষুব্ধ জনতা নগরীর কদমতলীতে হানিফের কাউন্টারে অগ্নিসংযোগ করে।
সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমিতির সভাপতি সেলিম আহমদ ফলিক বলেন, ‘কাউন্টারে হামলা ও অগ্নিসংযোগকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা আজকে পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলাম। কিন্তু এই সময়ের মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে আমরা বাধ্য হয়ে ধর্মঘট আহ্বান করেছি। হামলাকারীদের গ্রেপ্তারের আগ পর্যন্ত ধর্মঘট চলবে।’
গত শুক্রবার রাত ৯টায় নবীগঞ্জের সৈয়দপুরে ট্রাকের সঙ্গে হানিফ পরিবহনের বাসের দুর্ঘটনায় সাতজন নিহত হন। এতে আওয়ামী লীগ নেতা মোস্তাক আহমদ পলাশের স্ত্রী-পুত্র এবং এক সেনাসদস্যও নিহত হন। ওই রাতেই ২টার দিকে ২০-২৫টি মোটরসাইকেলে করে একদল যুবক কদমতলীতে হানিফের কাউন্টারে অগ্নিসংযোগ করে।
অগ্নিসংযোগের প্রতিবাদে শনিবার সভা করে দায়ীদের শাস্তির দাবিতে সোমবার পর্যন্ত সময় বেঁধে দেয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।