ডোমারে বৃদ্ধের লাশ উদ্ধার, আটক ১

নীলফামারীর ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের আঠিয়াবাড়ী গ্রাম থেকে আজ মঙ্গলবার সকালে রাশেদ আলী (৭০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাগ্নে আবদুস সালাম বাবুকে আটক করা হয়েছে।
ডোমার থানার পুলিশ জানায়, সোমবার রাতে রাশেদ আলী ও তাঁর ভাগ্নে ডোমার পৌর এলাকার আবদুস সালাম বাবু (২৮) একই সঙ্গে ঘুমান। আজ সকালে বাড়ির পাশের একটি ডোবায় রাশেদ আলীর লাশ পাওয়া যায়। নিহতের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ ব্যাপারে নিহতের ছেলে আনারুল ইসলাম বাদী হয়ে ডোমার থানায় একটি হত্যা মামলা করেছেন। পুলিশ আবদুস সালাম বাবুকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে নীলফামারী জেলহাজতে পাঠায়। লাশ ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।