ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

নওগাঁর ধামইরহাট উপজেলার মহিলা কলেজের কাছে সড়ক দুর্ঘটনায় ইমরান হোসেন (১৮) নামের এক তরুণ নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ইমরান উপজেলার ভগবানপুর গ্রামের মাহবুব হোসেনের ছেলে।
স্থানীয় লোকজন জানান, ইমরান হোসেন মোটর সাইকেলে করে টিঅ্যান্ডটি এলাকায় আসার পথে মহিলা কলেজের কাছে রাস্তার বাঁকে গতি হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের চালক ইমরান হোসেন গুরুতর জখম হন। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।