‘আগেও বলেছি প্রশ্ন ফাঁস হয়নি, আন্দোলন অযৌক্তিক’
মেডিকেল কলেজে পুনরায় ভর্তি পরীক্ষার দাবিতে চলমান আন্দোলন সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘আমি আগেও বলেছি, ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়নি। তাই যে দাবিতে আন্দোলন চলছে তা অযৌক্তিক।’ আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।urgentPhoto
মোহাম্মদ নাসিম বলেন, মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা বাতিলের নামে অহেতুক উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে। তিনি বলেন, ‘আন্দোলন করে অযৌক্তিক দাবি আদায় করা যায় না। নিয়ম মেনে, নিয়মমাফিক ও স্বচ্ছভাবেই মেডিকেলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।’
এর আগে সচিবালয় ক্লিনিকের সিভিল সার্জনের কাছে একটি অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) অর্থায়নে অ্যাম্বুলেন্সটি সচিবালয় ক্লিনিককে দেওয়া হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ।
গত ১৮ সেপ্টেম্বর দেশের ২২টি সরকারি মেডিকেল ও একটি ডেন্টাল কলেজে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৮৪ হাজার ৭৮৪ জন অংশ নেন। পরীক্ষা গ্রহণের পর থেকেই শিক্ষার্থী ও অভিভাবকরা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে আন্দোলনে নামেন। তবে শুরু থেকেই প্রশ্ন ফাঁসের অভিযোগ অস্বীকার করে আসছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।