সাভারে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সাভার থানা বিএনপির সভাপতি ও বিরুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাজি মাহমুদুল হাসান আলাল গ্রেপ্তার হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে বিরুলিয়া এলাকায় একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। হরতাল-অবরোধে গাড়িতে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যার মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে আলালকে গ্রেপ্তার করে।
ওসি আরো জানান, বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল চলাকালে সাভারে গাড়িতে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যার অভিযোগে কয়েকটি মামলায় আলালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। দীর্ঘদিন ধরে তিনি পালিয়ে থেকে নাশকতার পরিকল্পনা করছিলেন। জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল তাঁকে আদালতে পাঠানো হবে।