গাজীপুরে দুই পাখি ব্যবসায়ীর কারাদণ্ড

গাজীপুরে ৮০০ পাখিসহ দুই পাখি ব্যবসায়ীকে আটক করেছেন বন বিভাগের কর্মকর্তারা। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের এক বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন।
দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নজরুল (৩৮) ও লাল মিয়া (৪০)।
বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষক এবং বঙ্গবন্ধু সাফারি পার্ক প্রকল্পের পরিচালক তপন কুমার দে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে গাজীপুর শহরের রিয়াজনগর এলাকা থেকে নজরুল ও লাল মিয়াকে ধরা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৪২০টি মুনিয়া ও ৩৮০টি টিয়া পাখি উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, বিদেশে পাচারের জন্য তাঁরা উত্তরবঙ্গ থেকে পাখিগুলো এনেছিলেন।
পরে নজরুল ও লাল মিয়াকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক র্যাব ১০-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
উদ্ধার করা পাখিগুলো ঢাকার মিরপুরে বোটানিক্যাল গার্ডেনে ছেড়ে দেওয়া হবে বলে জানা গেছে।