সিরাজগঞ্জে বজ্রপাতে নিহত ১

সিরাজগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে একজন নিহত ও অপর এক নারী আহত হয়েছেন। নিহত হোসেন আলী প্রামাণিক (৫৫) সদর উপজেলার বনবাড়িয়া গ্রামের মৃত শুকুর আলীর ছেলে। আর আহত সুফিয়া খাতুনের (৬০) বাড়ি একই উপজেলার সয়দাবাদ গ্রামে। তাঁকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে সদর উপজেলার পাইকপাড়া গ্রামে মাঠের মধ্যে কাজ করছিলেন হোসেন আলী প্রামাণিক। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এদিকে, একই সময় সদর উপজেলার ডিক্রির চর থেকে বাড়ি ফিরছিলেন সুফিয়া খাতুন। আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। বজ্রপাতে তাঁর শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।