নিরপেক্ষভাবে কাজ করা কঠিন হয়ে পড়েছে : সম্পাদক পরিষদ

সরকারের পক্ষ থেকে প্রচারমাধ্যমের অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে বলে অভিযোগ করেছে সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন- সম্পাদক পরিষদ। একই সাথে সংবাদপত্রসহ সব প্রচার মাধ্যমের স্বাধীনতা, বস্তুনিষ্ঠতা ও দলনিরপেক্ষতা সংরক্ষণে সরকারের পক্ষ থেকে অধিকতর দায়িত্বশীল ও সহযোগিতামূলক আচরণ কামনা করেছে সংগঠনটি।
আজ মঙ্গলবার সম্পাদক পরিষদের এক সভা শেষে সংগঠনের সাধারণ সম্পাদক মাহফুজ আনাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে উদ্বেগ জানিয়ে বলা হয়, সংবাদপত্র ও জাতীয় প্রচারমাধ্যমের পক্ষে স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করা কঠিন হয়ে পড়েছে। একদিকে রাজনৈতিক কর্মসূচির নামে দায়িত্বরত সাংবাদিকদের ওপর হামলা ও সহিংসতার ঘটনা ঘটছে, অন্যদিকে সংবাদপত্র ও প্রচারমাধ্যমের স্বাধীনতা খর্ব করার চেষ্টা চলছে।
সরকার, প্রশাসন স্বাধীন ও নিরপেক্ষ সংবাদ সংগ্রহ এবং পরিবেশনায় বাধা সৃষ্টি করছে বলেও অভিযোগ করেছে সম্পাদক পরিষদ। টিভি টকশোতে হস্তক্ষেপ করা হচ্ছে উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতিমধ্যে কিছু টকশো বন্ধ করে দেওয়া হয়েছে, নির্দেশনা দেওয়া হচ্ছে টেলিভিশনে কী প্রচার করা হবে, কী হবে না।
কয়েকজন সম্পাদক, প্রকাশকের নামে মিথ্যা মামলা দেওয়া ছাড়াও একাধিক টিভি মালিককে গ্রেপ্তার করে ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হয়েছে বলেও অভিযোগ করা হয় বিজ্ঞপ্তিতে।