পদ্মা সেতু
বিদেশিদের নিরাপত্তায় পুলিশ মোতায়েন

পদ্মা সেতুর কাজে নিয়োজিত মাদারীপুর ও শরীয়তপুর অংশে কর্মরত বিদেশিদের নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করেছে সরকার। প্রকল্প এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাইরের সব ধরনের যানবাহন চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে।
নির্মাণাধীন মূল সেতু, সড়ক ও নদীশাসনের কাজে পদ্মা সেতু প্রকল্পে ১৯৭ বিদেশি নাগরিক কাজ করছেন। তাঁদের নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় প্রশাসন। এছাড়া পরামর্শক প্রতিষ্ঠান সেনাবাহিনীও কাজ করছে বলে জানিয়েছেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান আহমেদ।
প্রকল্পে কর্মরত চীনের প্রকৌশলী সো বলেন, ‘পুলিশ পুরো এলাকায় নিরাপত্তা দিচ্ছে। এলাকাটি নিরাপদ। এখানে উদ্বেগের কিছু নেই।’
শিবচর থানার সহকারী উপপরিদর্শক আলমগীর হোসেন বলেন, ‘ঢাকা ও রংপুরে বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের পরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পদ্মা সেতুর সঙ্গে সংশ্লিষ্ট বিদেশি নাগরিকদের নিরাপত্তা জোরদার করা হয়েছে।’ তিনি আরো জানিয়েছেন, প্রকল্পের কাজ ছাড়া অন্য নির্মাণাধীন এলাকায় যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। একই কথা জানান শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।