জামালপুরে কমিউনিটি হেলথ কেয়ার কর্মীদের মানববন্ধন
চাকরি জাতীয়করণের দাবিতে সমাবেশ ও মানববন্ধন করেছে জামালপুর জেলায় কর্মরত বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ারের (সিএইচসিপি) কর্মীরা।
আজ শুক্রবার সকাল ১০টায় জামালপুর শহরের শহীদ মিনার এলাকায় এই মানববন্ধন করা হয়। এ সময় সমাবেশে বক্তারা বলেন, সরকার ২০১১ সালে একটি প্রকল্পের অধীনে সারা দেশে বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে ১৪ হাজার কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) পদে ১৪ হাজার কর্মীকে নিয়োগ দেয়। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় সরকার তাঁদের চাকরি ট্রাস্টের অধীনে দেওয়ার ঘোষণা দিয়েছে।
ট্রাস্টের অধীনে দেওয়া হলে তাঁদের চাকরি অনিশ্চয়তার মধ্যে পড়বে উল্লেখ করে বক্তারা চাকরি জাতীয়করণের দাবি জানান। দাবি মানা না হলে আগামীতে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেন তাঁরা।
সমাবেশে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশন জামালপুর শাখার সভাপতি ছানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ছাড়াও বিভিন্ন উপজেলার সিএইচসিপি নেতারা বক্তব্য দেন।