রোটারি ক্লাব অব গাজীপুরের অভিষেক ও সিলভার জুবিলী পালন

রোটারি ক্লাব অব গাজীপুরের ২৫ বছর পূর্তি উপলক্ষে শহরে শোভাযাত্রা। ছবি : এনটিভি
নানা আয়োজন ও কর্মসূচির মধ্য দিয়ে ‘বি এ গিফ্ট টু দ্য ওয়ার্ল্ড’ এ মন্ত্রকে ধারণ করে রোটারি ক্লাব অব গাজীপুর পালন করছে ২৫ বছর পূর্তি উৎসব। সেই সঙ্গে ক্লাবের ২০১৫-১৬ মেয়াদের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হলো।
এ উপলক্ষে আজ শুক্রবার সকালে গাজীপুর ক্লাব থেকে ঘোড়ার গাড়ি ও নানা বর্ণের প্ল্যাকার্ড, ফেস্টুনসহ বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে। এ ছাড়াও ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, অ্যাসেম্বলি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোটারি ক্লাবের ডিস্ট্রিক্ট গভর্নর এস এ এম শওকত হোসেন। আরো উপস্থিত ছিলেন আলিম উদ্দিন বুদ্দিন, নতুন সভাপতি মজিবুর রহমান কাজল প্রমুখ।