‘বিদেশি নিহতের ঘটনায় আমরা ভীত নই’

রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার সন্দ্বীপ মিত্র বলেছেন, ‘বাংলাদেশ দু-একজন বিদেশি নিহত বা আহতের ঘটনায় ভারতবাসী হিসেবে আমরা ভয় পাই না। কারণ আমরা জানি, আমরা আমাদের বন্ধুদের মধ্যে আছি।’
আজ শনিবার দুপুরে নওগাঁ শহরের মুক্তি কমিউনিটি সেন্টারে আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিবেশী দেশের এ কূটনীতিক।
গত ২৯ সেপ্টেম্বর রাজধানীর কূটনীতিক জোন হিসেবে পরিচিত গুলশানে এক ইতালীয় নাগরিককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এর ঘটনার রেশ কাটতে না কাটতেই গত ৩ অক্টোবর রংপুরে এক জাপানি নাগরিককে গুলি করে হত্যা করা হয়।
দুই বিদেশি হত্যার পর মার্কিন যুক্তরাজ্য, যুক্তরাজ্য, জাপানসহ কয়েকটি দেশ তাদের নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করে। এই পরিপ্রেক্ষিতে গত ৬ অক্টোবর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিভিন্ন দেশের কূটনীতিকদের নিয়ে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। তিনি বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের পূর্ণ নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করেন।
এই অবস্থার মধ্যেই গতকাল শুক্রবার যুক্তরাজ্য আবারও বাংলাদেশে সফরকারী ও বসবাসকারী নাগরিকদের জন্য নতুন করে সতর্কবার্তা জারি করে। এতে বাংলাদেশে অবস্থানরত বিদেশিদের ওপর আরো হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।
যুক্তরাজ্য নতুন করে সতর্কবার্তা জারির একদিন পরই আজ প্রতিবেশী ভারতীয় কূটনীতিক সন্দ্বীপ মিত্র ‘ভীত না হওয়ার’ কথা জানালেন।
এ সময় ভারতের সহকারী হাইকমিশনার বাংলাদেশে উন্নয়নে ভারতের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাসও দেন। তিনি বলেন, ‘প্রতিবেশী দেশ হিসেবে আমরা সব সময় চাই বাংলাদেশের উন্নয়ন হোক। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে ভারত সহযোগিতা দিয়ে আসছে। ভবিষ্যতে এ সহযোগিতা অব্যাহত থাকবে।’
সন্দ্বীপ মিত্র মুক্তিযুদ্ধের সময় ভারতের সহযোগিতার কথা স্মরণ করে বলেন, ১৯৭১ সালে পাকিস্তানিদের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে মুক্তিযোদ্ধাদের রক্তের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর রক্ত মিশে গেছে। তাই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কেবল বন্ধুত্বের নয়, রক্তেরও সম্পর্ক। তাই বাংলাদেশ বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাক, ভারত তা মনে-প্রাণেই চায়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিট কমান্ড আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা কমান্ডার হারুন-অল-রশিদ। সমাবেশে জাতীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য ও সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ওহিদুর রহমান, কূটনীতিক সন্দীপ মিত্রের সহধর্মিণী সীমা মিত্র প্রমুখ বক্তব্য দেন।