বাল্যবিবাহের মূলোৎপাটন করতে হবে : প্রতিমন্ত্রী
বাল্যবিবাহকে সমাজের অভিশাপ হিসেবে উল্লেখ করে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, যেকোনো মূল্যে সমাজ থেকে বাল্যবিবাহের মূলোৎপাটন করতে হবে। সরকার শিক্ষা খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে নারীদের বিনা বেতনে শিক্ষার ব্যবস্থা করেছে। শিক্ষার সুযোগ অবাধ হওয়ায় বাল্যবিবাহের পথ বন্ধ করে নারীদের শিক্ষার সুযোগ দিতে হবে।
আজ শনিবার সকালে জামালপুরে বাল্যবিবাহ প্রতিরোধে আয়োজিত শিক্ষামেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা সচেতন থাকলে বাল্যবিবাহ প্রতিরোধ সহজেই সম্ভব উল্লেখ করে প্রতিমন্ত্রী আরো বলেন, বাল্যবিবাহ বন্ধে সমাজের সব স্তরের মানুষকে সচেতন থাকতে হবে। পাশাপাশি বাল্যবিবাহের ঘটনায় জড়িত কাজি ও অন্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার নিজাম উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ বক্তব্য দেন।
মীনা দিবস উপলক্ষে জেলা শিক্ষা কার্যালয় আয়োজিত একদিনের এই মেলায় ১৫টি স্টল বসেছে। এসব স্টলে মীনার বিভিন্ন কার্টুন, বাল্যবিবাহের কুফল সম্পর্কে তথ্যসংবলিত প্রচারপত্র ও পোস্টার প্রদর্শিত হয়।