দেশে আইএসের অস্তিত্ব নাই : নৌমন্ত্রী
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/10/10/photo-1444495915.jpg)
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, বাংলাদেশে ইসলামিক স্টেটের (আইএস) কোনো অস্থিত্ব নেই। একটি মহল মানুষের দৃষ্টিভঙ্গি অন্যদিকে ঘোরানোর জন্য এই মিথ্যা তথ্য প্রচার করেছে।
আজ শনিবার সন্ধ্যায় নওগাঁয় পরিবহন মালিক-শ্রমিক যৌথ উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন মন্ত্রী।
বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে শাজাহান খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। বর্তমান প্রেক্ষাপটে বিএনপি ও জামায়াত এমন সব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে যার কারণে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। দেশে যে উন্নয়নের ধারা সৃষ্টি হয়েছে তাদের কর্মকাণ্ডে তা বিঘ্নিত হচ্ছে। উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্যই বিএনপি-জামায়াত অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করে চলেছে।
মন্ত্রী আরো বলেন, এর আগে দেশের মানুষদের হত্যা করে, আগুন দিয়ে পুড়ে, পরিবহনে আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হয়েছিল। সরকার যোগ্যতার সঙ্গে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষের মধ্যে শান্তি ফিরিয়ে এনছে।
এখন আবার সেই অপশক্তি বিদেশি নাগরিকদের হত্যা করে দেশে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করার অপচেষ্টা চলছে উল্লেখ করে শাজাহান খান আরো বলেন, কিন্তু সরকারের পক্ষে তদন্ত চলছে। তদন্তে অবশ্যই বেরিয়ে আসবে এসব হত্যার রহস্য।
নওগাঁ কেন্দ্রীয় বাস টার্মিনালে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা পরিবহন মালিক গ্রুপের সভাপতি মো. শহিদুল ইসলাম। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার, সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিম, পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় ঐক্য পরিষদের আহ্বায়ক অধ্যাপক মঞ্জুরুর রহমান পিটার, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল হোসেন রবি, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সফিকুল আলম প্রমুখ।
এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শাকিল আহমেদ বাদল, সদর থানা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল হক কমল, সাধারণ সম্পাদক জালাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।