গাজীপুরে স্কুলশিক্ষার্থীদের মধ্যে ডিম বিতরণ

গাজীপুরের কোনাবাড়ীতে জাপানের ইউরিকো এঞ্জেল স্কুলের শিশুদের মধ্যে আজ শনিবার ডিম বিতরণ করা হয়। ছবি : এনটিভি
ডিম খেলে প্রতিদিন, বুদ্ধি হবে সীমাহীন-এই স্লোগানে এজি অ্যাগ্রোর উদ্যোগে সাড়ে চার হাজার শিশুর মধ্যে ডিম বিতরণ করা হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
শুক্রবার বিশ্ব ডিম দিবস উপলক্ষে আজ শনিবার গাজীপুরে এই ডিম বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
সকালে জেলার কোনাবাড়ীতে জাপানের তত্ত্বাবধানে পরিচালিত ইউরিকো এঞ্জেল স্কুলের শিশুদের মধ্যে ডিম বিতরণ উদ্বোধন করেন এজি অ্যাগ্রোর ব্র্যান্ড অ্যাম্বাসাডর অভিনেতা ডা. এজাজুল ইসলাম।
এ সময় ইউরিকো এঞ্জেলের নির্বাহী পরিচালক আজিজুল বারী ও এজি অ্যাগ্রোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিম বিতরণ অনুষ্ঠানে ডিমের গুণাগুণ তুলে ধরে বক্তারা আলোচনা করেন। ইউরিকো এঞ্জেল স্কুল ছাড়াও বিভিন্ন স্থানে স্কুল কলেজ ও মাদ্রাসায় সাড়ে চার হাজার ছাত্রছাত্রী ও শিশুদের মধ্যে ডিম বিতরণ করে প্রতিষ্ঠানটি।