লতিফের আসনে উপনির্বাচন : মনোনয়ন জমার শেষ দিন আজ

টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষ দিন আজ। এপর্যন্ত মোট আটজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
রিটানিং কর্মকর্তা মো. আলিমুজ্জামান জানান, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী ও তাঁর সহধর্মিণী নাসরিন কাদের সিদ্দিকীসহ তার দলের পক্ষ থেকে চারটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
অপরদিকে আওয়ামী লীগের প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারী, বিএনএফের প্রার্থী আতাউর রহমান খান, স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলীম ও ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী ইমরুল কায়েস মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
আগামী ১৩ অক্টোবর মনোনয়ন যাচাই বাছাই ও ২১ অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এই আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১০ নভেম্বর।
সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর মার্কিন যুক্তরাষ্ট্রে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির কারণে আওয়ামী লীগ থেকে প্রথমে বহিষ্কার হন,পরে তিনি সংসদ সদস্য থেকে পদত্যাগ করলে তাঁর এই আসনটি শূন্য হয়।