জামালপুরে বয়লার বিস্ফোরণে শিশুর মৃত্যু
জামালপুরের ইসলামপুর উপজেলায় রাইস মিলের ব্য়লার বিস্ফোরণে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার গঙ্গাপাড়া গ্রামের সুলতানের রাইস মিলে এ ঘটনা ঘটে।
নিহত শিশু আপন (৫) গঙ্গাপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে।
স্থানীয় লোকজন জানায়, আজ দুপুরে উপজেলার গঙ্গাপাড়া এলাকার সুলতানের রাইস মিলের ব্য়লারটি হঠাৎ বিস্ফোরিত হয়। এতে ওই রাইস মিলের পাশের বাড়ির শিশু আপনের মৃত্যু হয়।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্বীন-ই-আলম শিশুমৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।