গণতন্ত্রের দাবিদারদের সঙ্গে স্বাধীনতাবিরোধী শক্তি : শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, যাঁরা গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিদার বলে আবির্ভূত হয়েছেন, তাঁদের ওপর স্বাধীনতাবিরোধী শক্তি ভর করেছে।
স্যানিটেশন মাস উপলক্ষে আজ রোববার ঝালকাঠিতে আয়োজিত আলোচনা সভায় শিল্পমন্ত্রী এ কথা বলেন। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। এর আগে স্যানিটেশন মাস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়ক থেকে শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য অধিদপ্তর যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
আলোচনা সভায় আমির হোসেন আমু বলেন, ‘অত্যন্ত দুর্ভাগ্য আমাদের দেশের কতিপয় রাজনৈতিক দল যাঁরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিদার বলে আবির্ভূত হয়েছেন, তাঁদের ওপরে কারা ভর করেছে? তাঁদের ওপরে ভর করেছে এদেশের স্বাধীনতাবিরোধী শক্তি। যারা এ দেশটাকে চায়নি।’
শিল্পমন্ত্রী আরো বলেন, ‘সেই শক্তি কোনো দিন আমাদের দেশের ভালো দেখতে পারে না। তাঁর কারণ তাদের কাছ থেকে আমরা এ দেশটাকে যুদ্ধ করে এ দেশকে অর্জন করেছি। বিজয়ী হয়েছি। সেই পাকিস্তান কিন্তু আজ অকার্যকর রাষ্ট্র।’
জেলা প্রশাসক রবীন্দ্রশ্রী বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার সুভাষ সাহা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, পৌরসভার মেয়র আফজাল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবদুস ছালাম প্রমুখ।