কাদের সিদ্দিকীসহ ১০ জনের মনোনয়নপত্র দাখিল

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী, তাঁর স্ত্রীসহ ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ রোববার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
বেলা ৩টার দিকে কাদের সিদ্দিকীর পক্ষে তাঁর স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকী নেতা-কর্মীদের নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। একই সঙ্গে নাসরিন কাদের সিদ্দিকী তাঁর নিজের মনোনয়নপত্রও দাখিল করেন। পরে দলের অপর দুই প্রার্থী ইকবাল হোসেন সিদ্দিকী ও হাসমত আলী মনোনয়নপত্র দাখিল করেন।
বেলা সাড়ে ৩টার দিকে আওয়ামী লীগের প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারী তাঁর সমর্থক ও দলীয় নেতা-কর্মীদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এ ছাড়া আজ জাতীয় পার্টির মুস্তাক হোসেন, এনটিপি পার্টির ইমরুল কায়েস, জাতীয় পার্টির (জেপি) সাদেক খান, বিএনএফের প্রার্থী আতাউর রহমান খান ও স্বতন্ত্র প্রার্থী আবদুল আলীম মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিল শেষে আওয়ামী লীগের প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে জানান সাংবাদিকদের। নির্বাচনে কোনো কারচুপি ও প্রভাব বিস্তারের সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
অপরদিকে নাসরিন কাদের সিদ্দিকী সাংবাদিকদের জানান, সুষ্ঠু-অবাধ নির্বাচন হলে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবেন।
আগামী ১৩ অক্টোবর মনোনয়ন যাচাই-বাছাই ও ২১ অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১০ নভেম্বর।