সরাইলে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ৫০
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/10/11/photo-1444580394.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শত্রুতার জের ধরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ অর্ধশত লোক আহত হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে শিশুসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়।
স্থানীয় লোকজন জানায়, নোয়াগাঁও ও কালিকচ্ছ গ্রামের লোকজনের মধ্যে গত এক বছরে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ কালীকচ্ছ ও নোয়াগাঁওয়ের লোকজনের মধ্যে কালীকচ্ছ বাজারে তর্কবিতর্ক হয়। এর জের ধরে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় গ্রামের শত শত মানুষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে অংশ নেয়। প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুলিশসহ অর্ধশত আহত হয়। আহতদের জেলা সদর হাসপাতাল ও সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
সংঘর্ষ চলাকালে সরাইল থানা পুলিশের পাশাপাশি সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল-মামুনের নেতৃত্বে শহর থেকে দুই প্লাটুন দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারা ২২টি কাঁদানে গ্যাসের শেল ও ৩০টি শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে এনটিভি অনলাইনকে জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।