মারামারি শেষ হয়ে যাবে

দলীয় মনোনয়নে স্থানীয় পর্যায়ে নির্বাচন হলে তা আরো সুষ্ঠু ও উৎসবমুখর হবে বলে মনে করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। এ সময় তিনি আরো বলেন, এ নির্বাচনের মধ্য দিয়ে মারামারি শেষ হয়ে যাবে।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিভাগের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন, ‘আমরা এখন এটাকে ওপেন করে দিলাম, সবাই এখন দলীয় পরিচয়ে নির্বাচনে অংশ নেবে।
ডেমোক্রেসিটারে আমরা একেবারে তৃণমূল পর্যায়ে, প্র্যাকটিসের পর্যায়ে নিয়ে আসছি। তৃণমূল পর্যায়ে নিলে এটা (নির্বাচন) উৎসবের সঙ্গে হবে। মারামারি-কাটাকাটি একবারে শেষ হয়ে যাবে। কারণ সবাই তো ক্যান্ডিডেট।’
মন্ত্রী আরো বলেন, স্থানীয় সরকার নির্বাচন পদ্ধতির সংস্কারের পেছনে কোনো নেতিবাচক উদ্দেশ্য নেই। স্বতন্ত্রভাবে হলেও যে কারো এই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকবে। এই সংশোধনীকে যারা নেতিবাচক দৃষ্টিতে দেখছে তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানান তিনি।