গাজীপুরে স্কুলগেটে ছুরিকাঘাতে ছাত্রী নিহত, ছাত্র আটক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় স্কুলগেটে যুবকের ছুরিকাঘাতে এক ছাত্রী নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে এ ঘটনায় জড়িত সন্দেহে এক বিশ্ববিদ্যালয় ছাত্রকে আটক করেছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সূত্রাপুর এলাকার বিজয় সরণী উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত কবিতা রানী দাস ঢাকার ধামরাই উপজেলার রামরাপুর এলাকার সাগর মনি দাসের মেয়ে। সে কালিয়াকৈর উপজেলার উত্তর গজারিয়া এলাকায় নানাবাড়ি থেকে পড়াশোনা করত।
আটক এলাকায় বিজয় চন্দ্র সরকার বিক্রম সাভার গণবিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র। পুলিশের দাবি, প্রেম সম্পর্কিত ঘটনার জেরে এ ঘটনা ঘটতে পারে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক এনটিভি অনলাইনকে জানান, দুপুরে কবিতা স্কুলে দশম শ্রেণির টেস্ট পরীক্ষা দিতে আসে। বিদ্যালয় গেটের কাছাকাছি পৌঁছালে এক দুর্বৃত্ত অতর্কিতে তার ওপর হামলা ও ছুরিকাঘাত করে। গুরুতর অবস্থায় কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই কবিতা মারা যায়।
স্থানীয়রা বিজয়কে ধরে পুলিশে দেয়।
হাসপাতালের চিকিৎসক জানান, নিহতের পেটে ও বুকে দুটি জখমের চিহ্ন রয়েছে।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকার বিজয় সরণী উচ্চ বিদ্যালয়ের সামনে আজ মঙ্গলবার দুপুরে যুবকের ছুরিকাঘাতে এক ছাত্রী নিহত হয়। ছবি : এনটিভি