মেহেরপুরে ‘গোলাগুলিতে মাদক ব্যবসায়ী’ নিহত

মেহেরপুরের গাংনী উপজেলায় ‘দুপক্ষের মধ্যে গোলাগুলিতে’ এক ব্যক্তি নিহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, ওই ব্যক্তি মাদক ব্যবসায়ী।
গতকাল রোববার দিবাগত রাত সোয়া ২টার দিকে উপজেলার গাজীপুরে এ ‘গোলাগুলি’র ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন পীরতলা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) অজয়।
নিহত ব্যক্তি উপজেলার কাজীপুর গ্রামের বর্ডারপাড়ার সাজু মিয়া (৪০) বলে ধারণা করছেন স্থানীয়রা। তবে পরিবার বা পুলিশের পক্ষ থেকে এখনো তা নিশ্চিত হওয়া যায়নি।
‘বন্দুকযুদ্ধ’ সম্পর্কে এসআই অজয়ের ভাষ্য, রাতে গাজীপুর এলাকায় লোকজন গোলাগুলির শব্দ শোনে। সকালে তারা পুলিশকে খবর দেয়। তখন পীরতলা ফাঁড়ির একটি দল সেখানে গিয়ে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে।
নিহতের পাশে দেশি তৈরি একটি ওয়ানশুটার গান, একটি গুলি ও আনুমানিক দুই কেজি গাঁজা ছিল। পরে লাশটি ফাঁড়িতে নিয়ে আসা হয় বলে জানান এসআই। তিনি আরো জানান, লাশ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
নিহতের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান এসআই।