সরিষাবাড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যা
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কালিকাপুর গ্রামে এক স্বামী তাঁর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর স্বামী সাইফুল ইসলাম ও তাঁর পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়েছেন।
সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল হোসেন জানান, উপজেলার আওনা ইউনিয়নের কালিকাপুর গ্রামের সাইফুল এবং তাঁর স্ত্রী রীনা বেগমের (৩৫) মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ হতো। আজ সকালে বচসার একপর্যায়ে সাইফুল ইসলাম দা দিয়ে স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। এ ঘটনায় প্রতিবেশীরা আহত রিনা বেগমকে উদ্ধার করে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রিনার মৃত্যু হয়।
ওসি জানান, ঘটনার পর সাইফুল ইসলাম ও তাঁর পরিবারের লোকজন পালিয়েছেন। এ ব্যাপারে হত্যা মামলা হয়েছে।