‘সাংবাদিকরা নেগেটিভ বেশি দেয়’

সাংবাদিকরা নেতিবাচক খবর বেশি প্রচার করেন বলে অভিযোগ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক। তিনি বলেছেন, নেতিবাচক থাকাই সাংবাদিকদের ধর্ম।
আজ বুধবার দুপুরে চট্টগ্রাম মেরিন ফিশারিজ একাডেমির ৩৩তম ব্যাচের ক্যাডেটদের গ্রাজুয়েশন প্যারেড অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
ছায়েদুল হক বলেন, ‘বেয়াদবি নিবেন না। আমি খুব স্পষ্টবাদী মানুষ। সাংবাদিকদের একটা ধর্ম আছে। তারা নেগেটিভ বেশি দেয়। পজেটিভ দেয় না। এটা কোন ধরনের সাংবাদিকতা?’
গণতান্ত্রিক দেশে সুশীলসমাজ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন মন্ত্রী ছায়েদুল হক।
অনুষ্ঠানে একাডেমির অধ্যক্ষ মাসুক হাসান আহমেদ বক্তব্য দেন। ২০১৪ সালের একাডেমির নটিক্যাল বিভাগের ২২ জন, ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৭ জন, মেরিন ফিশারিজ বিভাগের ১৫ জনসহ ৬৪ জন ক্যাডেট গ্র্যাজুয়েশন লাভ করেন। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ক্যাডেটদের সালাম গ্রহণ করেন এবং সেরা ক্যাডেটদের হাতে সম্মাননা তুলে দেন।