মেহেরপুরে মাটির দেয়ালচাপা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

মাটির দেয়ালচাপা পড়ার পর স্বামী-স্ত্রীকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ছবি : এনটিভি
মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামে দেয়ালচাপা পড়ে স্বামী কাপাতুল্লাহ (৫২) ও স্ত্রী আজিরন খাতুনের (৪২) মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে মাটির তৈরি পরিত্যক্ত একটি ঘরের দেয়াল ভাঙতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহজামান জানান, হরিরামপুর গ্রামের স্বামী ও স্ত্রী মিলে তাঁদের পরিত্যক্ত একটি মাটির ঘর সকাল থেকে ভাঙা শুরু করেন। দুপুরের দিকে একটি দেয়াল ভেঙে তাঁদের ওপর পড়ে। এলাকাবাসী তাঁদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক লিপু সুলতান তাদের মৃত ঘোষণা করেন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।