ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে নিহত ১

লাশ উদ্ধারের পর রেললাইনের মানুষের ভিড়। ছবি : এনটিভি
ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার ঠাকুরগাঁও রোড রেলস্টেশন এলাকায় ওই ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে নিহত ব্যক্তির নাম ও পরিচয় পাওয়া যায়নি। তবে নিহত ব্যক্তির বয়স ৪০ বছর বলে ধারণা করছে পুলিশ।
ওই রেলস্টেশনের স্টেশন মাস্টার আখতারুল ইসলাম জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ট্রেনটিতে করে ঠাকুরগাঁও হয়ে দিনাজপুরে যাচ্ছিল ওই যুবক। ঠাকুরগাঁও স্টেশনে চলন্ত অবস্থায় ট্রেন থেকে ঝাঁপ দিলে কাটা পড়ে তার মৃত্যু হয়।
ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক (এসআই) চন্দন কুমার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।