সিরাজগঞ্জে দুই ‘জেএমবি সদস্য’ আটক

সিরাজগঞ্জ থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে আটক করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে স্থানীয় গোয়েন্দা পুলিশের সদস্যরা এ দুজনকে আটক করেন।
আটক দুই ব্যক্তি হলেন সদর উপজেলার ভেওয়ামারা গ্রামের সুলতান মাহমুদ (৪৫) ও চরছোনগাছা এলাকার মাহমুদুল হাসান (২২)।
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) রওশন আলী জানান, গত রোববার উল্লাপাড়া থেকে জঙ্গি প্রশিক্ষণের ভিডিও, ধর্মীয় বইসহ তিন ‘জেএমবি সদস্যকে’ গ্রেপ্তার করা হয়। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী আজ ভোরে ভেওয়ামারা ও চরছোনগাছায় অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে এ দুজনকে গ্রেপ্তার করা হয়।
দিনভর জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের সাত দিনের রিমান্ড আবেদন করে দুপুরে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারিক হাকিম সুপ্রিয়া রহমান সুলতান মাহমুদ ও মাহমুদুল হাসানের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড পাওয়ার পর তাঁদের রিমান্ডে নিয়ে আবারো জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে।
এ নিয়ে গত কয়েক দিনে সিরাজগঞ্জ থেকে মোট পাঁচজন ‘জেএমবি’ সদস্যকে আটক করা হলো। এর আগে গত রোববার ভোরে উল্লাপাড়া উপজেলার পঞ্চকোশী ইউনিয়নের রাঘববাড়িয়া গ্রামের আবদুস ছাত্তার আকন্দের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তিন ‘জেএমবি’ সদস্যকে আটক করেছিল।