জয়পুরহাটে বিএনপির ৫০ জনের বিরুদ্ধে মামলা

জয়পুরহাটে ১৪ দলের শান্তি সমাবেশে ককটেল হামলার ঘটনায় বিএনপি-জামায়াতে ইসলামীর ৫০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এতে বিএনপির কেন্দ্রীয় সহ-পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক এবং জয়পুরহাট জেলা সভাপতি সাবেক সংসদ সদস্য মোজাহার আলী প্রধানকে প্রধান আসামি করা হয়েছে।
জয়পুরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আজম আলী গতকাল মঙ্গলবার রাতে বিস্ফোরকদ্রব্য আইনে জয়পুরহাট থানায় এ মামলা করেন। এতে ২৭ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২০-২৫ জনের বিরুদ্ধে জয়পুরহাট থানায় মামলা করেন।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )আব্দুর রশিদ সরকার জানান, আসামিরা গত ২৪ ফেব্রুয়ারি জয়পুরহাটে ১৪ দলের শান্তি সমাবেশে বোমা ও ককটেল হামলা চালিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপিসহ জেলা আওয়ামী লীগের নেতাদের হত্যার চেষ্টা করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আলী হাসান মুক্তা, জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি মো. মামুনুর রশীদ, জয়পুরহাট শহর জামায়াতের আমির হাসিবুল ইসলাম লিটন, সমাজকল্যাণ সেক্রেটারি অ্যাডভোকেট মমিন ফকির, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান সুইট, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান তোতা, জেলা ছাত্রদলের সভাপতি মাসুদ রানা প্রধান।
২৪ ফেব্রুয়ারির ককটেল বিস্ফোরণে জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রেবেকা সুলতানাসহ ২৫ জন আহত হন। এদের মধ্যে ১৮ জনকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে সাতজনকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্তানান্তর করা হয়।