২০১৯ সালেও আ. লীগ ক্ষমতায় আসবে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, শেখ হাসিনার অধীনে ২০১৯ সালে দেশে নির্বাচন হবে। সেই নির্বাচনে দেশের মানুষ আবার শেখ হাসিনাকে বিজয়ী করবে, আওয়ামী লীগ বিজয়ী হবে। বাংলার জনগণ আবার আওয়ামী লীগকে বিজয়ী করবে।
আজ শুক্রবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা সদরে শহীদ ময়েজ উদ্দিনের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মোহাম্মদ নাসিম। এ সময় তিনি দুর্নাম হয় এমন কাজ না করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য বিএনপির প্রতি উদ্দেশ করে বলেন, ‘চক্রান্ত করে কিছু করতে পারবেন না। আগুনের হুমকি দিয়ে কিছু করতে পারবেন না। বাংলার জনগণ শেখ হাসিনার সঙ্গে আছে। কোনো চক্রান্ত সফল হবে না।’
সম্প্রতি দুজন বিদেশি হত্যার কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দুজন বিদেশিকে হত্যা করা হয়েছে। এ চক্রান্তের যারা খলনায়ক, তাদের নামও আপনারা দেখতে পারবেন, তাড়াতাড়ি খুনিদের গ্রেপ্তার করা হবে।’
উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এ অনুষ্ঠানে ইসমাইল হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজমত উল্লাহ খান প্রমুখ।
১৯৮৪ সালে সামরিক শাসক এরশাদবিরোধী আন্দোলন চলাকালে সন্ত্রাসীর গুলিতে শহীদ হন ময়েজ উদ্দিন। নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি তাঁর মেয়ে।