মেহেরপুরে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত, চালক আটক

মেহেরপুর শহরের উপকণ্ঠ কায়েম কাটার মোড়ে কলাবোঝাই একটি ট্রাকের চাপায় মুকুল হোসেন (৩৮) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় ট্রাকসহ চালক আবু বক্কর ও হেলপার তারেক মিয়াকে আটক করে কাথুলী গ্রামের কয়েকজন বাসিন্দা।
নিহত মুকুল হোসেনের বাড়ি গাংনী উপজেলার সহগলপুর গ্রামে। তাঁর বাবার নাম সবদেল মোল্লা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মেহেরপুর শহরে কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন মুকুল। পথে কায়েম কাটার মোড়ে রাস্তার ওপর দাঁড়িয়ে পরিচিতি এক ব্যক্তির সঙ্গে আলাপ করছিলেন তিনি। এ সময় মেহেরপুর থেকে গাংনীগামী একটি কলাবোঝাই ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ট্রাকটি পালিয়ে যাওয়ার সময় কাথুলী গ্রামের লোকজন চালক আবু বক্কর ও হেলপার তারেক মিয়াকে আটক করে।
জানতে চাইলে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়ার প্রক্রিয়া চলছে।