কৃষক বাঁচলে দেশ বাঁচবে : আতিউর
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/10/17/photo-1445083116.jpg)
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, ‘যদি বাংলাদেশের কৃষকরা বাঁচে তাহলে বাংলাদেশও বাঁচবে। দেশের কৃষকরাই রিজার্ভ করছে, ডলার কামাচ্ছে। সেই কৃষকের সন্তানেরাই মরুভূমিতে খেটে রেমিটেন্স কামাচ্ছে। তাহলে কেন আমরা কৃষকদের পাশে দাঁড়াব না?’
এ সময় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে গভর্নর আরো বলেন, এরই ধারাবাহিকতায় গত বছর থেকে ‘বাংলাদেশ ব্যাংক দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক দায়বদ্ধতা তহবিল’ নামে একটি সিএসআর (করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি) তহবিল চালু করা হয়েছে।
আজ শনিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স চত্বরে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ও জনতা ব্যাংকের উদ্যোগে ২১২টি হতদরিদ্র পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর আতিউর রহমান এসব কথা বলেন।
দারিদ্র্য একটি ভূতের নাম উল্লেখ করে আতিউর রহমান বলেন, ‘দারিদ্র্য নামের এই ভূতটিকে তাড়িয়ে বাংলাদেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। আমরা এক হতে পারলে এ ভূত দূর করতে পারব। টুঙ্গিপাড়া থেকে এ ভূত তাড়ানোর জন্য আমরা এক হতে পেরেছি। শুধু টুঙ্গিপাড়া বা গোপালগঞ্জ নয়, আমরা এক হয়ে সারা দেশ থেকে দারিদ্র্য নামের ভূত তাড়াতে পারব।’
জেলা প্রশাসক মো. খলিলুর রহমানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ম মাহফুজুর রহমান, জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবদুস সালাম, বাংলাদেশ ব্যাংকের খুলনা অঞ্চলের নির্বাহী পরিচালক নাজিম উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে গভর্নর টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।