এলজিইডিমন্ত্রীর বিভিন্ন প্রকল্প উদ্বোধন

ফরিদপুরে গ্রামীণ অবকাঠামোর আওতায় বিভিন্ন প্রকল্প উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। তিনি আজ শনিবার দুপুরে সদর উপজেলার ঈশান গোপালপুরে এসব প্রকল্পের উদ্বোধন করেন।
পরে ঈশান গোপালপুরের নম মল্লিকের খালপাড়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খলিল ব্যাপারীর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মন্ত্রী।
এ সময় আরো উপস্থিত ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, জেলা প্রশাসক সরদার সরাফত আলী, পুলিশ সুপার জামিল হাসান প্রমুখ।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি উন্নতশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্য কাজ করছেন। এ জন্য প্রধানমন্ত্রী সময় বেঁধে দিয়েছেন। ২০২১ সালে মধ্যম আয়ের আর ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত হবে বাংলাদেশ।