নওগাঁয় ৩৮৫ মণ্ডপ ঝুঁকিপূর্ণ

নওগাঁয় ৭২১টি মণ্ডপে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় উৎসব দুর্গাপূজার প্রস্তুতি চলছে। দিনরাত ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা। এখন চলছে শেষ মুহূর্তের কাজ।
নওগাঁর ১১ উপজেলায় এবার ঝুঁকিপূর্ণ হিসেবে ৩৮৫টি মণ্ডপকে চিহ্নিত করেছে পুলিশ প্রশাসন। এর মধ্যে ১৭৭টি মণ্ডপ অধিক ঝুঁকিপূর্ণ। পূজা উপলক্ষে পুলিশ প্রশাসনের পক্ষে থেকে জেলায় নেওয়া হয়েছে তিনস্তরের নিরাপত্তাব্যবস্থা।
পূজাকে সামনে রেখে নওগাঁর মৃৎশিল্পীরা ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরিতে। প্রতিমা নির্মাণের কাজ এরই মধ্যে প্রায় শেষ হয়েছে। এখন চলছে রং-তুলির আঁচড়ের খেলা। তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হচ্ছে প্রতিমার নাক-মুখসহ পূর্ণ অবয়ব।
শহরের কালীতলা, কাঠহাটি, তপোবন স্কুল, পার-নওগাঁ, জেলা প্রশাসন চত্বরসহ বিভিন্ন স্থানে ব্যস্ত। পূজামণ্ডপগুলো ধুয়ে-মুছে নতুন করে সাজানো হচ্ছে। শহরের বিভিন্ন স্থানে আয়োজন চলছে তোরণ তৈরির।
চলতি বছর নওগাঁ সদর উপজেলায় ১০৬টি, আত্রাইয়ে ৪৬টি, রানীনগরে ৩৬টি, মহাদেবপুরে ১৪৮টি, নিয়ামতপুরে ৫৯টি, পোরশায় ১৯টি, সাপাহারে ১২টি, পত্নীতলায় ৭৪টি, বদলগাছীতে ৮৩টি, মান্দায় ১১৩টি ও ধামইরহাটে ২৩টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
নওগাঁ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিভাস মজুমদার গোপাল জানান, পূজাকে কেন্দ্র করে প্রশাসনের সঙ্গে কয়েক দফা আলোচনা হয়েছে। প্রতিবছরের মতো এবারও জেলায় শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।
জেলা পুলিশ সুপার মো. মোজাম্মেল হক পিপিএম জানান, পূজাকে সামনে রেখে জেলা পুলিশ প্রশাসনের পক্ষে থেকে নেওয়া হয়েছে তিনস্তরের নিরাপত্তাব্যবস্থা। অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে ১৭৭টি মণ্ডপ চিহ্নিত করা হয়েছে। একটু কম ঝুঁকিপূর্ণ ২০৮টি। বাড়তি নিরাপত্তার পাশাপাশি মোবাইল টিম কাজ করবে।