‘দলগুলোর মধ্যে ঐক্য আছে, ফাটলের প্রশ্নই উঠে না’

ঐক্যফ্রন্ট প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দলগুলোর মধ্যে ঐক্য আছে, ফাটলের প্রশ্নই উঠে না।’
আজ শুক্রবার ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল। এ সময় জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সুলতান মনসুরের পর মোকাব্বির খানের শপথ নেওয়া প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘ঐক্যফ্রন্ট হয়েছে কয়েকটা দলের মধ্যে। ঐক্যফ্রন্ট কোনো ব্যক্তির মধ্যে হয়নি। ঐক্যফ্রন্টে বিএনপি আছে, গণফোরাম আছে, জেএসডি, নাগরিক ঐক্য আছে, কৃষক শ্রমিক জনতা লীগ আছে। সংগ্রামের অংশ হিসেবে আমরা নির্বাচনে অংশ নিয়েছিলাম। সেখানে কয়েকজন নির্বাচিত হয়েছেন। তার মধ্যে সুলতান মনসুর আর মোকাব্বির শপথ নিয়েছেন। দলের সিদ্ধান্ত উপেক্ষা করে তারা গেছেন। এটা আমাদের কোনো লায়বেলিটিজ না, ঐক্যফ্রন্টেরও লায়বেলিটিজ না। গণফোরাম ওকে (সুলতান মনসুর) বহিষ্কার করেছে, মোকাব্বিরকেও করবে।’ তিনি আরো বলেন, ‘দলগুলোর মধ্যে ঐক্য আছে, ফাটলের প্রশ্নই আসে না।’
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘বিএসএমএমইউতে সব ইকুয়েপমেন্ট নাই। তাঁর (বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া) বিশেষ ধরণের এম আর আই করানোর দরকার। হাঁটুর জন্য আলাদা এম আর আই মেশিন আছে। যে মেশিন পিজিতে নাই। সেজন্য আমরা বলেছিলাম বিশেষায়িত হাসপাতালে নেওয়ার জন্য।’
তিনি আরো বলেন, ‘স্বৈরাচারের বিরুদ্ধে ৯ বছর খালেদা জিয়া সংগ্রাম করেছেন, সফল হয়েছেন। তারপরেও স্বৈরাচার, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছেন।’ তিনি বলেন, ‘তাঁর প্রতি ন্যয়বিচার করতে হবে। যা থেকে তিনি বঞ্চিত হচ্ছেন।’
মির্জা ফখরুল আরো বলেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম কঠিন, সহজ নয়। জনগণকে ঐক্যবদ্ধ করে, জনগণকে সম্পৃক্ত করে, জনগণের মধ্য দিয়েই এই পরিবর্তন আনতে হবে।’