গোপালগঞ্জে মাইক্রোবাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ২

গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর নিমতলায় মুখোমুখি সংঘর্ষের পর ক্ষতিগ্রস্ত মাইক্রোবাস ও ইজিবাইক। ছবি : এনটিভি
গোপালগঞ্জ সদর উপজেলায় মাইক্রোবাস ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো তিনজন। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার হরিদাসপুর নিমতলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইউএনও) সেলিম রেজা জানান, গোপালগঞ্জগামী একটি মাইক্রোবাস ওই স্থানে পৌঁছালে বিপরীতমুখী বিজয়পাশাগামী একটি ইজিবাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলে ইজিবাইক চালক কামরুল মোল্যা মারা যান। পরে পুলিশ গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে সেখানে রাশিদা বেগম নামের এক নারী মারা যান। আহত তিনজনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর আধা ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ থাকে।