১০ মামলার আসামি ৫০০ বোতল ফেনসিডিলসহ আটক

ফরিদপুরের মধুখালী উপজেলার কলেজপাড়ার গোন্দারদিয়া এলাকা থেকে ১০টি মাদক মামলার আসামিকে ৫০০ বোতল ফেনসিডিলসহ আটক করেছে পুলিশ। রোববার ভোররাতে তাকে আটক করা হয়।
আটককৃতের নাম মো. আলী আকবর ফকির (৪০)। সে মধুখালী উপজেলার গোন্দারদিয়া গ্রামের পাচু ফকিরের ছেলে।
ফরিদপুর জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আমিনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে মধুখালী থানার ওসি মো. রুহুল আমীনসহ পুলিশ দল নিয়ে গোন্দারদিয়ায় অভিযান চালিয়ে আলী আকবরকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী নির্মাণাধীন ভবনের মধ্য থেকে দুটি বস্তায় রক্ষিত ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
জব্দকৃত ফেনসিডিলের মূল্য আনুমানিক তিন লাখ টাকার ওপরে জানিয়ে তিনি আরো জানান, আটককৃতের বিরুদ্ধে অন্তত ১০টি মাদক আইনে মামলা রয়েছে।
এ ঘটনায় মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. মোজাহার বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছেন।