নওগাঁয় বাংলা ভাইয়ের 'সহযোগী' গ্রেপ্তার

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা'আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের ঘনিষ্ঠ সহযোগী ও রানীনগর থানা যুবলীগ নেতা ইদ্রিস আলী খেজুর হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি কাজী মোজাফফর হোসেনকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানার ওসি মো. আবদুল লতিফ খান ও ইন্সপেক্টর (তদন্ত) মো. আবদুল্লাহিল জামান সঙ্গীয় পুলিশ ফোর্সসহ রানীনগর উপজেলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত কাজী মোজাফফর হোসেন বগুড়ার আদমদীঘি উপজেলার চকজান গ্রামের মৃত চাঁন মোহাম্মদের ছেলে।
রানীনগর থানার ওসি মো. আবদুল লতিফ খান জানান, গ্রেপ্তারকৃত কাজী মোজাফফর হোসেন জেএমবির তালিকাভুক্ত সন্ত্রাসী এবং বাংলা ভাইয়ের রানীনগর এলাকার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে ২০০৪ সালে রানীনগর উপজেলা এলাকায় বাংলা ভাইয়ের তাণ্ডব চলাকালীন তার সঙ্গে হত্যাসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে অংশ নেয় বলে পুলিশের কাছে স্বীকার করেছে। এ ছাড়া সে রানীনগর থানা যুবলীগ নেতা ইদ্রিস আলী খেজুর হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি।
পুলিশ জানায়, রানীনগর থানা যুবলীগ নেতা ইদ্রিস আলী খেজুর হত্যা মামলা থেকে আদালত থেকে জামিন নিয়ে কাজী মোজাফফর হোসেন সম্প্রতি জঙ্গি সংগঠন তৈরির চেষ্টা করছিল বলে পুলিশের কাছে স্বীকার করে। আগামীকাল সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে বলে রানীনগর থানা পুলিশ সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, গত তিন দিনে একসময়ের রক্তাক্ত জনপদ রানীনগর ও আত্রাই উপজেলা এলাকায় পুলিশের বিশেষ অভিযান চলাকালে পুলিশ নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের ঘনিষ্ঠ সহযোগী আত্রাই উপজেলার সাইফুর ইসলাম (৪৫), আবুল হোসেন মাস্টার (৪৫) ও সর্বশেষ রানীনগর উপজেলা থেকে গ্রেপ্তার করা হলো কাজী মোজাফফর হোসেনকে।