সংকটটা বিএনপির নয়, সংকটটা জাতির : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সবাই বিএনপির সংকট খুঁজতে যায়।’ তিনি বলেন, ‘সংকটটা বিএনপির নয়, সংকটটা জাতির। জাতি বঞ্চিত হয়েছে ভোটাধিকার প্রয়োগ করতে। উপজেলা নির্বাচনেও জনগণ আস্থা হারিয়ে ফেলেছে নির্বাচন কমিশনের ওপর, নির্বাচন ব্যবস্থার ওপর।’
আজ শুক্রবার ঠাকুরগাঁও শহরে নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, ‘দেশে একদলীয় শাসনব্যবস্থা দেখতে পাচ্ছি। ঘোষণা না হলেও বাস্তবে আমরা দেখছি।’
বিএনপির মহাসচিব আরো বলেন, ‘জাতি পুরোপুরিভাবে বঞ্চিত হয়েছে ভোটাধিকার থেকে। যা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য একটা বড় রকমের সংকট। যে মূল্যবোধ গুলো আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জন করেছিলাম, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে প্রতিষ্ঠিত করার জন্য যে কাজ করেছিলাম তা ধ্বংস হয়ে গেছে।’
মির্জা ফখরুল বলেন, ‘দেশ ব্যাপী ভীতি, ত্রাস কাজ করছে। গণতন্ত্রের আন্দোলন পরিসর নেই। এটা শুধু বিএনপির ওপর নয়, সকল রাজনৈতিক দলের ওপর প্রভাব পরেছে।’ তিনি বলেন, ‘সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। সামাজিক মাধ্যমে কেউ নিজের মত প্রকাশ করলেই আটক হচ্ছে।’
ফেনীর নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা করা বাংলাদেশের জন্য এক কলঙ্কজনক অধ্যায় বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।