মান্দায় ‘জেএমবি সদস্য’ আজাদ গ্রেপ্তার

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলার পলাতক আসামি আবুল কালাম আজাদকে (৪৮) নওগাঁর মান্দা উপজেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মান্দা উপজেলার উত্তর পারইল গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
আজ সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মোস্তফা কামালের নেতৃত্বে পুলিশ সদস্যরা নিজ বাড়ি থেকে আজাদকে গ্রেপ্তার করেন।
ওসি মোস্তফা কামাল জানান, আবুল কালাম আজাদ জেএমবি সদস্য ও সদর মডেল থানার বিস্ফোরক দ্রব্য আইনে মামলার পলাতক আসামি।
পুলিশ জানায়, ২০০৪ সালে জেএমবির সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের নেতৃত্বে বাহিনীর সদস্যরা রানীনগর, আত্রাই ও মান্দা উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক তাণ্ডব চালায়। এ সময় আবুল কালাম আজাদও এসব কাজে অংশ নেন।
আজাদ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। মাঝে মাঝে গভীর রাতে গোপনে তিনি বাড়ি আসতেন এবং সংগঠন তৈরির চেষ্টা চালাতেন।