সিরাজগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

সিরাজগঞ্জের এনায়েতপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আব্দুল কাদের (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার ভোররাতে খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কাদের বেলকুচি উপজেলার সালদাইড় গ্রামের নূরু মিয়ার ছেলে।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, গতকাল রোববার বিকেলে আজুগড়ায় এলাকার নান্নু বিশ্বাসের সঙ্গে স্থানীয় ইউপি সদস্য শামছুল ইসলামকে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে নান্নু বিশ্বাস শামছুল ইসলামকে মারধর করেন।
এরই জের ধরে শামছুল মেম্বারের সমর্থকরা লোকজন নিয়ে নান্নু বিশ্বাসের বাড়িতে হামলা চালায়। এ সময় একটি মোটরসাইকেলসহ ঘরবাড়ি ভাঙচুর করে।
এরপর নান্নু বিশ্বাসের লোকজন রাত ১১টার দিকে আজুগড়া বাজারে গিয়ে শামছুল ইসলাম মেম্বারের লোকজনকে মারধর করে। শামছুল ইসলামের বোনজামাই আব্দুল কাদের একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় তাঁকে মারধর ও ছুরিকাঘাত করা হয়।
স্থানীয়রা উদ্ধার করে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে ভোরে কাদের মারা যান। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলে জানান ওসি।