সাপের দংশনে রেল কর্মচারীর মৃত্যু

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় সাপের দংশনে রেল কারখানার এক কর্মচারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে গরুর জন্য মাঠে ঘাস আনতে গেলে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবদুল গাফফার আলী (৫৫)। তাঁর বাড়ি সৈয়দপুর পৌরসভার নতুন বাবুপাড়া মহল্লায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আবদুল গাফফার আলী আজ বিকেলে গরুর জন্য ঘাস আনতে বাড়ির পাশের ঈদগাহ মাঠে যান। এ সময় একটি বিষধর সাপ তাঁকে দংশন করে। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হয়। উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।