বোয়ালমারীতে ১৬ দপ্তরের কর্মীদের মানববন্ধন

বেতন-ভাতা গ্রহণ করতে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষর প্রদানের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পরিষদের ১৬টি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।
আজ সোমবার উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা। একই সঙ্গে তাঁরা জাতীয় বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পুনর্বহালের দাবি জানান।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা ফরিদ হোসেন মিঞার সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী মো. আযহারুল ইসলাম, কৃষি কর্মকর্তা মো. ওহিদুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মোশাররফ হোসেন, ডা. গিয়াস উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন, নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান প্রমুখ।
উপজেলা পরিষদে ১৭টি দপ্তর হস্তান্তর করে গত ১৪ অক্টোবর পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ওই দপ্তরগুলোর ৩৯ পদের সরকারি কর্মকর্তা এবং তাঁদের অধীন কর্মচারীদের বেতন-বিলে এখন থেকে সই করবেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এর ফলে ইউএনও ছাড়া বাকি সব দপ্তরের কর্মকর্তারা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। মর্যাদার দাবিতে আন্দোলনও শুরু করেছেন।