দুর্গাপূজার চাল নিয়ে যুবলীগের সঙ্গে সংঘর্ষ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আজ সোমবার বিকেলে দুর্গাপূজা উদযাপনের জন্য সরকারের বরাদ্দ করা চাল নিয়ে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। উপজেলা পূজা উদযাপন কমিটির সঙ্গে উপজেলা যুবলীগের কর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন নকুল চন্দ্র (৩০), মিলন চন্দ্র (২৭), শিপন চন্দ্র (২৭), সাজু চন্দ্র (১৪) ও বাবুল কিশোর (৩৭)। আহতদের কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় লোকজন জানান, কিশোরগঞ্জ উপজেলায় ১৪০টি মন্দিরে দুর্গাপূজা উদযাপনের জন্য প্রতিটি মন্দিরে ৪৮০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এ চাল নিয়ে সোমবার বিকেলে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে পূজা উদযাপন কমিটি ও যুবলীগের কর্মীদের বচসা সৃষ্টি হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কিশোরগঞ্জ বাজার ও উপজেলা চত্বর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান সাংবাদিকদের জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।