বোয়ালমারীতে ওষুধের দোকান ও হোটেলকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারীতে আটটি ওষুধের দোকান ও ছয়টি খাবারের হোটেলকে মোট ৯৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার এসব অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. খায়রুজ্জামানের নেতৃত্বে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি ও লাইন্সেস নবায়ন না থাকায় মুন মেডিকেল হল, মুজাহিদ ফার্মেসি, মির ফার্মেসি, প্রত্যাশা ফার্মেসি, শরীফ ফার্মেসি, দত্ত ফার্মেসি, রায় ফার্মেসি ও আরোগ্য নিকেতনের কাছ থেকে ৭১ হাজার টাকা এবং বাসি খাবার ও অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় হোটেল কলেজ ক্যাফে, নিউ আপ্যায়ন, শুকতারা, সূর্যমুখী, আপ্যায়ন ও স্টেশন রোডের শুকতারার কাছ থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।