নীলফামারীতে গ্রাম পুলিশদের মানববন্ধন, স্মারকলিপি প্রদান

চার দফা দাবিতে নীলফামারীতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন।
আজ সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক জাকির হোসেনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
সংগঠনের জেলা সভাপতি আজিজুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জেলা সাধারণ সম্পাদক আব্দুর রহমান। কর্মসূচিতে জেলার ৬০টি ইউনিয়নের ৬০০ গ্রাম পুলিশ অংশ নেন।
মানববন্ধনে গ্রাম পুলিশদের সরকারি চতুর্থ শ্রেণির কর্মচারীদের সমান বেতন প্রদান, অবসরকালীন ভাতা, পুলিশ ও আসনার বাহিনীর মতো রেশন প্রদানসহ ২০১৩ সালে প্রণীত গ্রাম পুলিশ বাহিনীর খসড়া বিধিমালা কার্যকরের দাবি জানানো হয়।