রাজৈরে কমিটি গঠন নিয়ে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ

মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে সোমবার বিকেলে উপজেলা চত্বরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সংঘর্ষে পাঁচজন আহত হয়।
পুলিশ, স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের ২ ও ৩ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সম্মেলন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মোতালেব মিয়ার সভাপতিত্বে উপজেলা লাইসিয়ামে অনুষ্ঠিত হয়। এ সম্মেলন শেষে আওয়ামী লীগের সমর্থক লাল মিয়ার পক্ষ হয়ে বিএনপির দুই সমর্থক মোয়াজ্জেম ও মনির কথা বলায় আওয়ামী লীগের উপজেলা সমাজকল্যাণ সম্পাদক ও বদরপাশা ইউপি চেয়ারম্যান আবুল হোসেন আকনের ছোট দুই ভাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক পাট্টু ও শহিদুল প্রতিবাদ করলে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এ সময় শহিদুল ও দেলোয়ার মাতুব্বরসহ পাঁচজন আহত হয়।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত।